শাবিপ্রবি, সিলেট
“ঐতিহ্য আর বিশ্বাসের সমন্বয়ে শুদ্ধ সংস্কৃতির অঙ্গীকার”

অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ, শাবিপ্রবি, সিলেট
অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সাংস্কৃতিক সংগঠন। ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি “ঐতিহ্য আর বিশ্বাসের সমন্বয়ে শুদ্ধ সংস্কৃতির অঙ্গীকার” এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আকাশ সংস্কৃতির কালো থাবার বিরুদ্ধে সুস্থ সাংস্কৃতিক ধারাকে অব্যাহত রাখতে একাই যুদ্ধ করে যাচ্ছে। শুধু সামাজিক নয় অনেক স্বেচ্ছা সেবামূলক কাজেও অঙ্গীকার সাংস্কৃতিক সংসদের ভূমিকা প্রশংসনীয়।
পশ্চিমা বিশ্বের মত বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেভাবে অপসংস্কৃতির কালো থাবা আমাদের কোমলমতি ছাত্র- ছাত্রীদের তথাকথিত প্রগতিশীলের দিকে ধাবিত করছে, তাতে করে প্রচলিত সংস্কৃতি আজ হুমকির মুখে পতিত হচ্ছে। অপসংস্কৃতির এই আগ্রাসন থেকে আমাদের রেরিয়ে আসতে হলে বাঙ্গালির হাজার বছরের ঐতিহ্যময় সাংস্কৃতিক ধারা ফিরিয়ে আনতে হবে। শুধু এই ধারা ফিরিয়ে আনলেই হবে না বরং এই ধারাকে অব্যাহত রাখতে হলে প্রতিনিয়ত শুদ্ধ সংস্কৃতির চর্চা ও বিকাশে মেধামনন ও সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। আর অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। যদিও এই পথে হাজারও বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তারপরেও অঙ্গীকারের প্রতিটি কর্মী এই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে সদা প্রস্তুত ।
বিভাগসমূহ
থিয়েটার বিভাগ
সঙ্গীত বিভাগ
চলচ্চিত্র বিভাগ
আবৃত্তি বিভাগ
লেখক বিভাগ
পোশাক ও রূপসজ্জা বিভাগ
মঞ্চায়িত নাটক
কুঞ্জুস
প্রত্যাবর্তন
ছদ্মবেশীর আগমন
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
মুঠোফোন
The reality
যাদের নিপুণ হাতে গড়া আজকের অঙ্গীকার
১. আব্দুল হালিম
২. সাহাদাৎ হোসেন
৩. আতিকুল্লাহ আল মারজুক
৪. আবুল বাসার- ২০১১-২০১৩
৫. সাইফুর রহমান সাইফ- ২০১৩-২০১৪
৬. এ.কে.এম. মাহমুদুল হাসান- ২০১৪-২০১৫
৭. মোঃ মেসবাহউর রহমান- ২০১৫-২০১৭
৮. মোঃ মোস্তাফিজুর রহমান সাকিব- ২০১৭-বর্তমান
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
