দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ

জামালপুর

দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ

 

ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে উঠেছে জামালপুর জেলা। এই জেলায় সংস্কৃতি চর্চার প্রভাব খুব বেশি। কিন্তু সুস্থ সংস্কৃতির তেমন কোনো প্রভাব না থাকার কারণে এখানকার মানুষ ক্রমেই অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছিল। আর এই অপসংস্কৃতি থেকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে ২০০৪ সালে যাত্রা শুরু করে 'দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ'। প্রতিষ্ঠার পর থেকে বৈচিত্র্যময় পরিবেশনার দ্বারা এই সংগঠন গণমানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছে। সুস্থ সংস্কৃতির এই দুঃসময়ে সত্যের ঝাণ্ডা নিয়ে দিগন্ত চলছে দৃপ্ত পদভারে। বর্তমানে দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ তার নিয়মিত কাজের পাশাপাশি জাতীয় দিবসসমূহে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, পথ নাটক, আলোচনা সভা, র‍্যালি, প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রোগ্রামে গান পরিবেশনসহ নানারকম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পরিচালনা পর্ষদের নিরলস প্রচেষ্টায় ইতোমধ্যে দিগন্ত সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে।

 

বিভাগসমূহ:

সঙ্গীত, অভিনয়, আবৃত্তি, ক্বেরাত এবং রঙতুলি

 

প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালকবৃন্দ:

১. ইসমাঈল হোসেন (২০০৪-২০০৫ )

২. মুক্তারুল ইসলাম (২০০৬-২০১০)

৩. মির্জা নাসির উদ্দিন (২০১১-২০১৪)

৪. তরিকুল ইসলাম (২০১৫)

৫. হাসেম রানা ( ২০১৬- জুন, ২০১৬)

৬. আব্দুর রহমান (জুলাই, ২০১৬-২০১৭)

৭. লেমন মিয়া (২০১৮- জুন, ২০১৮)

৮. আব্দুর রহমান (জুলাই, ২০১৮ -বর্তমান)