সীমান্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ

পঞ্চগড়

পঞ্চগড় সাংস্কৃতিক সংগঠন পরিচিতি

“সুস্থ সংস্কৃতি ছড়াক আলো অপসংস্কৃতি মুক্ত সমাজ গড়”

সীমান্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ, পঞ্চগড়

 

সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। একটি জাতি নৈতিক দিক থেকে কতটুকু উন্নত কতটুকু রুচিশীল তা নির্ভর করে তার সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর। সুস্থ সংস্কৃতি সুন্দর ও মননশীল সমাজগঠনের এক অন্যতম হাতিয়ার। কিন্তু পশ্চিমা সংস্কৃতির নামে অপসংস্কৃতির কালো থাবায় আমাদের সমাজ যেমন আবদ্ধ হতে চলেছে তেমনি মুসলমানদের বিশ্বাস ও সংস্কৃতির ওপরও তীব্রভাবে আঘাত হানতে শুরু করেছে। ফলশ্রুতিতে জাতি হিসেবে আমাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য আজ ম্লান হতে চলেছে। ভারতসহ পশ্চিমা বিশ্বের বস্তাপচা নোংরা গান, অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি ও শর্টফিল্মগুলো দেখে আজ উঠতি বয়সের হাজারো কিশোর-কিশোরী, তরুণ-তরণী, যুবক-যুবতীর উজ্জ্বল ভবিষ্যৎ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে গুম, খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ ও ইভটিজিং-এর মতো শত শত অপরাধ। মাদকের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে মাতালের জগতে প্রবেশ করছে অসংখ্য কোমলমতি শিক্ষার্থী। দেশীয়-আন্তর্জাতিক সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে যখন তিলে তিলে ধ্বংস হতে চলছে একটি সমাজ ও রাষ্ট্র ঠিক সেই মুহূর্তে ২০০০ সালে বাংলাদেশের উত্তর প্রান্তে পঞ্চগড় জেলার বুকে প্রতিষ্ঠিত হয় ‘সীমান্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ'। প্রতিষ্ঠার পর থেকেই অমানিশার ঘন কালো অন্ধকার মাড়িয়ে সেই কাঙ্ক্ষিত আলোর সন্ধানে শুরু হয় তার সাহসী অগ্রযাত্রা। হাজারো বাধা-বিপত্তি ও প্রতিকূলতা উপেক্ষা করে সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে নিয়মিত গানের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, শর্টফিল্ম পরিবেশনা, মঞ্চনাটক, আলোচনা সভা, র‍্যালি, শিক্ষা সফরসহ যাবতীয় সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সীমান্তবর্তী এই সংগঠন ‘সীমান্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ', পঞ্চগড়।

 

বিভাগসমুহ:

১। সঙ্গীত

২। থিয়েটার

৩। আবৃত্তি

৪। তেলাওয়াত 

 

মঞ্চায়িত নাটকসমূহ :

১। টিভি চোর

২। অযোগ্য চেয়ারম্যানের যোগ্য চামচা

৩। ব্যাগ যার চাকরি তার

৪। মুক্তিযুদ্ধ

 

শর্টফিল্ম/ নাটক:

১। কুলখানি

২। ত্যাগের কোরবানি

৩। অসহায় রোহিঙ্গা

 

প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালকবৃন্দ:

১. মু. আবু রায়হান (২০০০-২০০৫)

২. মু. আবুল বাশার বসুনিয়া (২০০৬-২০০৭)

৩. মু. সফিকুল ইসলাম (২০০৮-২০০৯)

৪. মু. মিলন হোসেন (২০১০-২০১১)

৫. মু. নুর ই আলম (২০১৬- বর্তমান)