PROTIDIN JOTO PARO | প্রতিদিন যতো পারো

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

 

প্রতিদিন যতো পারো

কথা-কবি মতিউর রহমান মল্লিক

সুর-আব্দুস শাকুর তুহিন

শিল্পী-আসিফ আতিক

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics ••••••••••••••••

 

প্রতিদিন যত পারো 
অগণিত ভালো কাজ
করো মন ভরে
যতো পারো জগতের
একাধারে সকলের
অবারিত কল্যাণ করো পণ করে

 

জোছনা যেমন ঝরে পৃথিবীর সবখানে

কাছে দূরে নির্বিশেষে
যেমন জোয়ার বহে 
যোগ গুন ভাগ ফেলে 
বাহু মেলে নিরুদ্দেশে
তুমিও তেমনি করে
শুভেচ্ছা বুকে ধরে
ছুটে যাও নিপীড়িত গাঁও বন্দরে

 

প্রতিদিন যত পারো বিপদে-আপদে হও প্রিয় আশ্রয়
অভাবে অনটনে
ভুখা নাঙ্গা জনে জনে
বিলাও দুহাত ভরে সব সঞ্চয়

 

সৃষ্টির তরে যদি বিগলিত অন্তরে
দয়া করো দয়া মতো
স্রষ্টার আরো মায়া
পাবে তবে নিশ্চয়ই
আরো আরো করুণা যত
দুঃখীদের আশেপাশে
দাঁড়ায় সে অনায়াসে
মানবতা বাসা বাঁধে তার অন্তরে

 

•••••••••••••••••• ••••••••••••••••• •••••••••••••

 

সহযোগিতায়-

শাহাদ নুরুল্লাহ্

তৌহিদুজ্জামান

এমসি মামুন

সেলিম রেজা

রাশেদুল ইসলাম

এম তারিক হাসিব

মোঃ আব্দুল্লাহ

মোশাররফ মুন্না

আল আমিন

মিজানুর রহমান

নোমান শরিফ

নাজমুস সাকিব

আদর হোসেন

শাফায়াত হোসেন

মুরসালিন সরকার

 

সম্পাদনা-

নোমান শরিফ

 

ক্যামেরা-

আকাশ

 

ভিডিও নির্দেশনা-

শেখ নজরুল

 

সহ-ভিডিও নির্দেশনা-

ওয়ালী হায়দার

 

সংগীত পরিচালনা-

মুজাহিদুল ইসলাম মাসুম

 

নির্বাহী প্রযোজক-

মুজাহিদুল ইসলাম

 

সহকারী নির্বাহী প্রযোজক-

রেজাউল ইসলাম

 

প্রযোজনা ও পরিবেশনা

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)