সোনার মানুষ চাই | SHONAR MANUSH CHAI

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

গানের নামঃ

সোনার মানুষ চাই

কথাঃ বিলাল হোসাইন নূরী

সুরঃ মাহফুজ বিল্লাহ শাহী

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics ••••••••••••••••

 

চাই পাহাড়ের মত আকাশচুম্বী সাহসের পাটাতন

বাংলাদেশের নাগরিক তুমি? তোমাকেই প্রয়োজন

শস্যের মতো খাঁদহীন কিছু সোনার মানুষ চাই

প্রতি জনপদে জীবনের বীজ বোনার মানুষ চাই

 

পলির প্রলেপে এদেশের মাটি সীমাহীন উর্বর

বহতা নদীর ঢেউ ছুয়ে যায় কৃষকের কুঁড়েঘর

ঘামের সঙ্গে ধাঁনের সুবাস লেগে থাকে নির্জনে

মাটির উঠানে শিল্প সাজায় ফসলের কারিগর

নতুন আশার আলপথ ধরে চলতে চলতে শেষে

দিন বদলের কাংখিত দিন গোনার মানুষ চাই

 

চাই ঝঞ্ঝার মত প্রতিবাদী মন উচ্ছল উদ্দাম

সিরাজের মত নব্যজোয়ান,ইতিহাস ভাঙা নাম

 

ঝড়ের সারথি মানুষের বুকে সুকঠিন প্রত্যয়

ললাটে তাদের তাই লেখা রয় এদেশের পরিচয়

জীবন যুদ্ধে জয়ের আভাস ভেসে আসে নির্ভয়ে

পথের পেছনে শত্রু পালায় মেনে তার পরাজয়

বারুদ ভাষার ঝংকারতালে জ্বলতে জ্বলতে হেসে

বীর জনতার বিপ্লবী গান শোনার মানুষ চাই

 

••••••••••••••••• ••••••••••••••••• •••••••••••••••••

 

শিল্পীঃ

ইমাম হোসাইন

হা- মীম জাবির মিয়াজী

মুহাম্মদ আল আমিন

আব্দুল্লাহ আল মামুন

আজিজ কাওসার

মুবিনুর রহমান

উমায়ের ইবনে জাহির

 

অভিনয় শিল্পীঃ

তাহসিন প্রিন্স

তৌফিক মেসবাহ

ইমাম হোসাইন

হা- মীম জাবির মিয়াজী

মুহাম্মদ আল আমিন

আব্দুল্লাহ আল মামুন

আজিজ কাওসার

মুবিনুর রহমান

উমায়ের ইবনে জাহির

 

সহযোগিতায়ঃ

তৌহিদুজ্জামান

মোশাররফ মুন্না

মিজানুর রহমান

নাজমুস সাকিব

মাহ্দী হাসান

মুরসালিন সরকার

জাকির হোসাইন

ডি এম যুবায়ের ইসলাম

শাফায়াত খান

আবু জার গিফারী

তারিকুল ইসলাম

ওয়াহেদুজ্জামান আহমেদ

আবদুল্লাহ হীল মারুফ

 

কৃতজ্ঞতা-

উচ্চারণ শিল্পীগোষ্ঠী

সন্দিপন শিল্পীগোষ্ঠী

জাগরণ শিল্পীগোষ্ঠী

তুরাগ শিল্পীগোষ্ঠী

অণির্বাণ শিল্পীগোষ্ঠী

শৈলচূড়া শিল্পীগোষ্ঠী

রাঙাকুড়ি শিল্পীগোষ্ঠী

 

চিত্র গ্রহণঃ

এইচ আল বান্না

 

লোকেশনঃ

বান্দরবান, কক্সবাজার

 

পরিচালনায়:

রাশেদুল ইসলাম

 

সহ নির্বাহী প্রযোজক:

সাইদুল ইসলাম

 

নির্বাহী প্রযোজক:

ইস্রাফিল হোসাইন

 

প্রযোজনা ও পরিবেশনায়

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)