ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট কর্তৃক সাংস্কৃতিক প্রতিযোগিতা "প্রতিভার সন্ধানে" এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)এর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল-নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সসাসের আইটি ও প্রচার সম্পাদক মোঃ মাহ্দী হাসান। আরো উপস্থিত ছিলেন ব্যতিক্রম সাংস্কৃতিক জোট এর চেয়ারম্যান সাখাওয়াত হোসাইন সজীব , দায়িত্বশীল ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পরিচালক আফসার নবী হামজা।
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
