সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদ

বগুড়া

সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বগুড়া

 

“সুস্থ সংস্কৃতি বিকশিত হোক সবার অন্তরে”

 

আকাশ সংস্কৃতির উত্তাল তরঙ্গে পশ্চিমা সংস্কৃতির স্রোতে আমাদের সমাজের ছোট্ট শিশু থেকে কিশোর তরুণ যুবক যেভাবে উম্মাদ, তাতে নিমিষেই হারিয়ে যাওয়ার পথে সুস্থ ধারার সংস্কৃতি। ঠিক সেই মুহুর্তে বাংলাদেশর সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক প্রয়াত কবি বিশিষ্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবি মতিউর রহমান মল্লিক ১৯৪০ সালে প্রতিষ্ঠা করেন ঢাকার সাইমুম শিল্পীগোষ্ঠী। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের উত্তর বঙ্গের জেলা বগুড়ায় ১৯৯৭ সালের ১৩ ই মার্চ প্রতিষ্ঠা করেন সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চায় অঙ্গীকার বদ্ধ সাংস্কৃতিক সংগঠন সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বগুড়া জেলা পূর্ব। “সুস্থ সংস্কৃতি বিকশিত হোক সবার অন্তরে” এই স্লোগান নিয়ে সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও জাতির জন্য এক আদর্শিক সাংস্কৃতিক বিনোদনের লক্ষ্যে আমাদের এই পথচলা। এরই ধারাবাহিকতায় শিল্পীগোষ্ঠীর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহে সংগীতানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, পথ নাটক, আলোচনাসভা, র‍্যলি, প্রতিযোগিতা, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেলে, গান পরিবেশন সহ নানা রকম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এছাড়া ধর্মীয় ও যে কোন সামাজিক, প্রতিষ্ঠানে বার্ষিক প্রোগ্রাম, শিক্ষা সফর, বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে নানা রকম সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদ' বগুড়া।

 

বিভাগ সমূহ

 

১. থিয়েটার ২. সঙ্গীত ৩. আবৃত্তি 8.উপস্থাপনা ৫. কিরাত ও  ৬. শিল্প 

 

** প্রকাশিত অ্যালবাম সমূহ অডিও ৪টি

১. দোল দিয়ে যায় ২. সোনালী সেই দিন

৩. সবুজ পাখি ৪. ক্ষণিকের খেলাঘর।

 

★ভিডিও অ্যালবাম ২টি

১. শান্তির সুবাতাস।২. শ্যামল মাটি

এছাড় বর্তমানে  সাময় উপযোগী  অসংখ্য হামদ, নাত,দেশের গানের ভিডিও  সম্মিলনের ইউটিউব চ্যনেলে রয়েছে।

 

★আমাদের প্রযোজিত নাটিকা সমুহ

১. শালিস ২. ঠসা পরিবার ৩. ইভটিজিং

৪. কুরবানির ঈদ মার্কেট ৫.আজরাইল (যান কবজ)

 

★স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঃ

৩টি নেসা,শয়তানের পরাজয়, দাম কত।

 

★সাবেক পরিচালক বৃন্দ :

১. আব্দুল গফুর (১৯৯৭-২০০০)

২. মোঃ মাহমুদুন্নবী শামীম (২০০০-২০০৩)

৩. এ এম সালাম (২০০৩-২০০৬)

৪. মোঃ বিপ্লব সালাম (২০০৬-২০০৮) 

৫. মোঃ আব্দুল্লাহ আল-মামুন (২০০৮-২০০৯)

৬. কে এম রাসেদ (জানু, ২০০৯ - জুলাই, ২০০৯)

৭. মোঃ সাদিকুল ইসলাম (জুলাই ২০০৯ ২০০৯ - জুলাই,২০১৩)

৮. সামিউল ইসলাম (জুলাই,২০১৩ - জুন ২০১৯)

৯. সাবিক ওমর সবুজ ( জুলাই ২০১৯-জুলাই ২০২২)

১০.আব্দুল্লাহ আল মামুন( জুলাই, ২০২২ বর্তমান) 

 

 

★ফেসবুক আইডিঃসম্মিলন শিল্পীগোষ্ঠী

 

★ফেসবুক পেজঃ সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদ/ https://www.facebook.com/sommiloneast.bogura

 

★ইউটিউবঃ https://youtube.com/c/SommilonTV

 

★Gmail: www.sommilonselpigosti@gmail.com/ www.sommilonbograeast@gmail.com