লালমাই থিয়েটার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

লালমাই থিয়েটার

সংস্কৃতির রঙে প্রতিদিনই পাল্টে যাচ্ছে পৃথিবী। স্বপ্নের ফানুসে ভাসছে মানুষ। আত্মিক চাহিদা মেটাতে তাই নানা তৎপরতার বিস্তৃত আয়োজনও দৃশ্যমান। কিন্তু সম্ভাবনাময় আগামীর সুন্দর পথ রচনায় পথ প্রদর্শকের ভূমিকায় যখন চলছে গ্রীষ্মের খরা। সেই গ্রীষ্মের শেষে বর্ষার জলে পৃথিবীর সকল পাপ পঙ্কিলতাকে ধুয়ে মুছে দিয়ে, অপসংস্কৃতি ও অশ্লীলতামুক্ত সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘থিয়েটার হোক বিশ্বাসের অকপট প্রকাশ’ এই স্লোগানকে সামনে নিয়ে একঝাঁক স্বপ্নবাজ তরুণদের সমন্বয়ে লালমাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালের ২১ এপ্রিল প্রতিষ্ঠিত হয় লালমাই থিয়েটার।

 

বিভাগসমূহ:
নাট্য বিভাগ
সঙ্গীত বিভাগ
শিশু সঙ্গীত বিভাগ
আবৃত্তি ও উপস্থাপনা বিভাগ
ক্বিরাত বিভাগ
শিল্প বিভাগ

 

যাদের পরিচালনায় লালমাই থিয়েটার:
ওয়াসিম আকরাম              এপ্রিল ২০১০-জুন ২০১২
মিশকাত হাকীম               জুলাই ২০১২-ডিসেম্বর ২০১২
সাইফুল ইসলাম               জানুয়ারি ২০১৩-অক্টোবর ২০১৪
    ====                   এপ্রিল, ২০১৫-ডিসেম্বর, ২০১৫
মো: রবিউল হাসান           নভেম্বর ২০১৪-মার্চ ২০১৫
মেহেদী হাসান                জানুয়ারি ২০১৬-ডিসেম্বর, ২০১৭
ফয়সাল আহমেদ             জানুয়ারি ২০১৮-ডিসেম্বর, ২০১৮
সাইমুম আদিল খান          জানুয়ারি ২০১৯-ডিসেম্বর,২০২০
মো: হান্নান রাহিম            জানুয়ারি, ২০২১- চলমান


অনুষ্ঠানসমূহ:
বিজয় উৎসব-২০১১
প্রকাশনা উৎসব-২০১২
মল্লিক সন্ধ্যা-২০১৪
নজরুল আলোচনা সভা-২০১৫
পিঠা উৎসব-২০১৫
ঘুড়ি উৎসব-২০১৫
৮ম বর্ষপূর্তি অন্ষ্ঠুান-২০১৮
ঈদ উৎসব-২০১৯

 

প্রকাশনাসমূহ:
দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব স্মারক -২০১২
মল্লিক স্মারক ‘গানের পাখি’-২০১৪ 

অ্যালবামসমূহ:
বিজয় উৎসব-২০১১
মেঠোপথে-২০১২
মল্লিক সন্ধ্যা-২০১৪

 

প্রযোজনা:
আমতলা হতে শহীদ মিনার- জাফর ফিরোজ
খোঁড়া হাতেমের জুতা- তানভীর মুহাম্মদ
মাটির মমতা- আনিসুর রহমান
এয়ার রোড- মো. মাহফুজুর রহমান
লালমাই থিয়েটার নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন করে থাকে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গানের আসর, পথ নাটক, মঞ্চ নাটকের আয়োজন করে থাকে। এছাড়া লালমাই থিয়েটার বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করে থাকে।