রঙ্গন সাহিত্য সাংস্কৃতিক সংসদ

রংপুর

রঙ্গন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, রংপুর

আধুনিক জাহেলিয়াত থেকে যুবসমাজকে অপসংস্কৃতির ছোবল থেকে বাঁচানোর দৃঢ় প্রত্যয় নিয়ে গড়ে ওঠে রংধনু শিল্পীগোষ্ঠী। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িয়ে এই সাংস্কৃতিক প্রতিষ্ঠান। যার পেছনে রয়েছে অনেক অবদান আর পরিশ্রমের গল্প।

বিশেষ কারণে রংধনু নামের পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়ে, এর ধারাবাহিকতায় কয়েকটি নামের প্রস্তাবনা আসে, নামগুলো যথাক্রমে-
১. রঙ্গন সাহিত্য সাংস্কৃতিক সংসদ 
২. প্রতিধ্বনি সাহিত্য সাংস্কৃতিক সংসদ 
৩. অবিরাম সাহিত্য সাংস্কৃতিক সংসদ 
৪. প্রয়াস সাহিত্য সাংস্কৃতিক সংসদ 

প্রস্তাবিত নামসমূহ ১৬ মার্চ ২০২০ সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এ পাঠানো হয়। অতঃপর ২৯ জুন, ‘রংধনু’র নাম পরিবর্তন করে ‘রঙ্গন শিল্পীগোষ্ঠী’ করা হয়।
উল্লেখ্য, এই নামের প্রস্তাবনায় ছিলেন মো. রাফি ইবনে জামান সিনা এবং মো. রেজওয়ানুল ইসলাম।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২০১২ সালের ২ মার্চ প্রতিষ্ঠিত হয় রংধনু শিল্পীগোষ্ঠী এবং প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. রেজওয়ানুল ইসলাম।

 

পরিচালকদের তালিকা:
মো. রেজওয়ানুল ইসলাম : ২০১২-২০১৪
মো. আসাদুল ইসলাম : ২০১৫-২০১৬
মো. মোকসেদুল ইসলাম : ২০১৭-২০১৮ 
মো. রুহুল আমীন সরকার : ২০১৯ -২০২১ জুলাই
রাশেদুল ইসলাম হৃদয় : ২০২১ আগস্ট-বর্তমান

সাফল্য:
সসাস আয়োজিত প্রতিযোগিতায় একাধিকবার জেলা চ্যাম্পিয়ন এবং বিভাগীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এই প্রতিষ্ঠানের শিল্পীরা।

 

বিভাগসমূহ:
১) তিলাওয়াত বিভাগ
২) সঙ্গীত বিভাগ
৩) আবৃত্তি বিভাগ
৪) থিয়েটার বিভাগ
৫) শিশু বিভাগ

 

বর্তমানে রঙ্গন শিল্পীগোষ্ঠীর নামে ফেসবুক আইডি, পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে-
ইমেইল: ronggon. brur@gmail.com          
ইউটিউব চ্যানেল: https://bit.ly/3grD5Jb   
ফেসবুক আইডি: https://www.facebook.com/ronggon.shilpigoshthi. 
ফেসবুক পেজ: https://www.facebook.com/RonggonBRUR