ঢাকা কলেজ
সওগাত সাহিত্য সংস্কৃতিক সংসদ, ঢাকা কলেজ
সুস্থ সংস্কৃতির আলো জ্বেলে ঘুচিয়ে দেবো সকল অন্ধকার, এই শ্লোগানকে সামনে রেখে ২০০৪ সালে যাত্রা শুরু করে বাংলার প্রাচীনতম বিদ্যাপীঠ ঢাকা কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সওগাত সাহিত্য সংস্কৃতিক সংসদ। আমাদের চারিদিক যখন পশ্চিমা অপসংস্কৃতি গ্রাস করে আছে, ঠিক তখনই সওগাত সাহিত্য সংস্কৃতিক সংসদ মানবিক সংস্কৃতির আলোর মশাল নিয়ে আসে সংস্কৃতির জগতে। সবার মাঝে ছড়িয়ে দেয় সুস্থ সংস্কৃতির আলো। যেখানে অমানবিকতা আর অশ্লীলতায় নিমজ্জিত গোটা জাতি, সেখানে সওগাত সাহিত্য সংস্কৃতিক সংসদ সুস্থ্য ধারার গান, নাটক, শার্ট ফিল্ম, কৌতুক ও অভিনয় নিয়ে হাজির হয়। যাত্রা শুরু হয় সাংস্কৃতিক বিপ্লবের এক নতুন অধ্যায়ের।
সওগাতের হাত ধরে তৈরী হওয়া গুনী শিল্পী
১. শিল্পী মোনায়িম বিল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত নাশিদ শিল্পী।
২. আবু সাঈদ খান, প্রখ্যাত নাট্যকার ও পরিচালক।
৩. মেহেদী হাসান মেধা, বিশিষ্ট নাট্য অভিনেতা।
৪. আবু সাঈদ সরণ, নাট্য অভিনেতা।
৫. মো. তরিকুল ইসলাম (তারিক হাসিব), বিশিষ্ট উপস্থাপক ও আবৃত্তি শিল্পী।
৬. মো. ইমাম হোসাইন, প্রখ্যাত নাশিদ শিল্পী।
আমাদের বিভাগসমূহ
১. সংগীত বিভাগ
২. শিশু-কিশেঅর বিভাগ
৩. থিয়েটার বিভাগ
৪. আবৃত্তি বিভাগ
৫. চিত্রাঙ্কন বিভাগ
৬. ক্বেরাত বিভাগ।
৭. শিল্প বিভাগ।
উপশাখা সমূহ
১. ইনসাফ সাংস্কৃতিক সংসদ।
২. প্রত্যুশ সাংস্কৃতিক সংসদ।
দিবস কেন্দ্রিক কার্যক্রম:-
১. ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ভাষার গান।
২.স্বাধীনতা দিবসে দেশের গান।
৩. বিজয় দিবসে গান।
৪. রমজান উপলক্ষে হামদ, নাত পরিবেশনা।
৫. ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
কার্যক্রম
১.পথ নাটক।
২.উন্মুক্ত গানের আড্ডা।
৩.বৃক্ষ রোপন কর্মসূচি।
৪. বিভিন্ন দিবসে র্যালী।
৫. কবি ও সাহিত্যিকদের জন্য দোয়া মাহফিল।
৬. উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
৭. গান ও ক্বেরাত প্রতিযোগিতা।
৮. শীতবস্ত্র বিতরণ।
প্রশিক্ষণ ও কর্মশালা
১.অর্ধ দিনব্যাপী সংগীত প্রশিক্ষণ কর্মশালা।
২. দিনব্যাপী সংগীত প্রশিক্ষণ কর্মশালা।
৩. অর্ধ দিনব্যাপী নাট্য কর্মশালা।
৪. অর্ধ দিনব্যাপী আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালা।
৫. দিনব্যাপী শিশুদের সংগীত কর্মশালা।
পরিচালকদের নাম
১. অ্যাডভোকেট নুরুল আলম
২. অ্যাডভোকেট মাসুদ
৩. মমিনুর রহমান মধু
৪. রাশেদ সারোয়ার
৫. মো. রফিকুল ইসলাম
৬. তরিকুল ইসলাম রুবেল
৭. আবু সাঈদ খান
৮. আবু সাঈদ স্বরণ
৯. হারুনুর রশীদ
১০. মো. তরিকুল ইসলাম (তারিক হাসিব)
১১. মো. ইমাম হোসাইন
১২. মো. আলমগীর হোসেন (বর্তমান)
সওগাতের অ্যালবাম
১ম অ্যালবাম- তুমি যে মহান
২য় অ্যালবাম- মুখরিত নব সওগাত
৩য় অ্যালবাম- দিদার দাও আমায়
সওগাত শিল্পীগোষ্ঠীর ফেইসবুক আইডিট, ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও ইমেইসমূহঃ
ফেইসবুক আইডি: www.facebook.com/sawgatsss
ফেইসবুক পেইজ: sawgat.dc
ইউটিউব চ্যানেল: sawgat TV
ইমেইল: sawgatsss@gmail.com
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
