সারগাম সাংস্কৃতিক সংসদ

প্রাইভেট ইউনিভার্সিটি

সারগাম সাংস্কৃতিক সংসদ- প্রাইভেট ইউনিভার্সিটি

সারগাম সাংস্কৃতিক সংসদ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ছাত্রদের কাছে জনপ্রিয় সুস্থ সাংস্কৃতিক বার্তা পৌছে দেওয়া এবং ক্যাম্পাস কেন্দ্রিক সুস্থ সংস্কৃতি বিকাশের মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনে বিশেষ অবদান রাখা। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকায় অবস্থিত সকল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের যৌথ উদ্যোগে সারগাম সাংস্কৃতিক সংসদ প্রতিষ্ঠিত হয়। 
২০০৯ সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক সাজিদ বিন সাম (মোরশেদ) এর নেতৃত্বে প্রতিভাবান তিন জন ছাত্র (আজহার, ইনাম, রাজু) কে নিয়ে সারগাম সাংস্কৃতিক সংসদ গঠিত হয়।
প্রাথমিক অবস্থায় দুটি নাম নির্ধারণ করা হয় ।
নাম দুটি হচ্ছে । 
১. সারগাম সাংস্কৃতিক সংসদ। 
২. ফাল্গুন সাহিত্য সাংস্কৃতিক সংসদ । 

এরপর সকল ইউনিভার্সিটি থেকে শিল্পী সংগ্রহ করে তাদের মাঝে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। প্রশিক্ষনের জন্য সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাস ছাড়াও প্রতিমাসে বিভিন্ন শিল্পীগোষ্ঠী যেমন:- সাইমুম ও অনুপম থেকে মেহমান নিয়ে প্রশিক্ষণ চালু করা হয়। প্রাথমিক অবস্থায় দুটি বিভাগ নিয়ে কাজ শুরু হয়। 

১. সংগীত বিভাগ 
২.নাট্য বিভাগ।

সারগামের প্রতিষ্ঠাকালীন সময়ে সাজিদ বিন সাম (মোরশেদ) ভাইয়ের শ্রম ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিয়াজ মাখদুম শিবলী ভাইয়ের সঠিক দিক নির্দেশনায় সারগাম কিছুটা দুরবস্থা কাটিয়ে বিভিন্ন প্রকাশনা বের করতে থাকে এবং এক বছরে প্রায় চল্লিশজন শিল্পী তৈরি করা হয়েছিলো। সারগামের উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে ছিল মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত অ্যান্থার নামক মঞ্চ নাটক। যা ২০০৯ সালে ২১ ডিসেম্বর বিকাল পাঁচটায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রদর্শন করা হয়।


বিভাগসমূহ:-
    *  সংগীত  
    *   নাট্য 
       আবৃত্তি ও উপস্থাপনা
    *   তেলাওয়াত
       শিশু-কিশোর
      শিল্প

 

প্রকাশনা:- 
১. আধারে আলো (শর্টফিল্ম)
২. ইসান কোনের চাদের হাসি (অডিও এ্যালবাম)  
৩. হাওয়ার গাড়ি (ভিডিও এ্যালবাম)
৪. সংগীত ৮ টি (ভিডিও)
৫. রম্য নাটক ৪টি
৬. আবৃত্তি ২টি 
৭. পথ নাটক ১ টি
৮. টেলিভিশন পরিবেশনা ২টি
৯. জোসনা মেঘের আচড়
১০. এ্যান্থার (মঞ্চ নাটক)

 

পুরস্কার: 
১. সসাস জাতীয় আবৃত্তি প্রতিযোগিতায় আহসান জুবায়ের ৩য় স্থান 
২. সসাস জাতীয় শর্টফিল্ম ফেস্টিভ্যাল ‘আধারে আলো নাটক’ ৮ম স্থান 

সারগাম সাংস্কৃতিক সংসদ এর পরিচালকদের পরিচিতি-
১. আজহার বিন মুস্তাফিজ (২০০৯-১১)
২. আব্দুস সাত্তার (২০০১১-১২)
৩. ইমন (২০১২-১৪)
৪. জুবায়ের মাহমুদ (২০১৪-২০১৫)
৫. মাখদুম (২০১৫-১৬)
৬. নেয়ামতুল্লাহ গালিব (২০১৬-১৭)
৭. মো. নাজমুল ইসলাম (২০১৭-১৯)
৮. রাশেদুল ইসলাম (২০১৯-২১)
৯. এস এম ওবায়দুল্লাহ (২০২১- বর্তমান)