“অপসংস্কৃতির পথ ছাড়ি,এসো নতুন সমাজ গড়ি,আমরা খানজাহানের উত্তরসূরী”
বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোনের উপকূলীয় জেলা বাগেরহাট যা প্রাচীন সমতটের একটি জনপদ। বাগেরহাট নামটির সাথে মিশে আছে হযরত খানজাহান আলী (রঃ) এর স্মৃতি বিজড়িত গৌরবময় কীর্তি। মধ্য যুগে নির্মিত মুসলিম স্থাপত্যের এ নিদর্শন গুলো এখন বিশ্ব ঐতিহ্যের অংশ, এ জেলার আর এক বড় অংশ জুড়ে রয়েছে আরেক বিশ্বঐতিহ্য, পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন। তারই কোলে খানজাহানের স্মৃতি ধন্য বাগেরহাটে জন্ম গ্রহণ করেন ইসলামী সংস্কৃতির প্রাণ পুরুষ কবি মতিউর রহমান মল্লিক। তারই নির্দেশনায় ১৯৯৩ সালে গড়ে ওঠে খানজাহান শিল্পীগোষ্ঠী। প্রতিষ্ঠাকালীন সময়ে যে সকল ভাইয়েরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হাফেজ আব্দুর রশিদ। এরই ধারাবাহিকতায় খানজাহান শিল্পীগোষ্ঠী সূচনা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত গানের এ্যালাবাম এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্ছিত্র সহ, সাহিত্য পত্রিকা প্রকাশ করতে সক্ষম হয়েছে। খানজাহান শিল্পীগোষ্ঠী নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি জাতীয় দিবস সমূহ পালন, বিবাহ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাট্য ও টিভি চ্যানেলে গান পরিবেশনা করে যাচ্ছে। পরিচালনা পরিষদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায়, তাদের সৃজনশীল কর্মকান্ডে খানজাহান শিল্পীগোষ্ঠী ইতোমধ্যে সকলের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।
যারা এ তরীর কান্ডারী ছিলেনঃ-
১. মোঃ সাজ্জাদ হোসেন– - ১৯৯৩-৯৪
২. মোঃহায়দার আলী-১৯৯৪-৯৫
৩.মন্জুরুল আহসান তাওহীদ-১৯৯৫-৯৭
৪. আব্দুররাজ্জাক চৌধুরী-১৯৯৭-৯৯
৫. সাজিদুল ইসলাম নজরুল-১৯৯৯-০০
৬. জাহিদুল ইসলাম-২০০১-০২
৭. গাজী আদম আলী-২০০২-০৩
৮. আল-মামুন হাওলাদার - ২০০৩-২০০৪ ইং
৯. ইফতেখার আল-আমনি (জুয়লে)-২০০৪-২০০৫
১০. র্সদার আব্বাস উদ্দনি-২০০৫-২০০৭
১১. শাহরিয়ার ফয়সাল সম্রাট-২০০৭-২০০৯
১২. আব্দুর রহমান-২০০৯-২০১১
১৩. মাহবুবুর রহমান-২০১১-২০১৩
১৪. খায়রুল ইসলাম-২০১৩-২০১৪
১৫. ইকবাল হুসাইন-২০১৪-২০১৫
১৬. রশিদুজ্জামান শিশির-২০১৫-২০১৬
১৭. মাহফুজুল্লাহ মিরাজ-২০১৬-২০১৮
১৮.হাদীউজ্জামান বুলবুল –- ২০১৮ -২০১৯
১৯.নাজমুল হাসান - ০১/০৭/১৯-৩০/১০/১৯
২০. মোঃ মাহ্দী হাসান - ২০১৯-২০২১
২১.নাসরুল্লাহ নাফিজ- ২২/০১/২১-৩০/০৬/২১
২২.নাজমুল ইসলাম- ০১/০৭/২১-০৭/১০/২২
২৩.রবিউল ইসলাম ফয়সাল- (বর্তমান)
এ্যালবামঃ
কথা দাও (অডিও)
শর্ট ফিল্মঃ
সিদ্ধান্ত
প্রকাশিত পত্রিকাঃ
গোলপাতা
বিভাগ সমূহঃ
০১. ক্বিরাত বিভাগ (শিশু)
০২. ক্বিরাত বিভাগ (কিশোর)
০৩. সংগীত বিভাগ (শিশু)
০৪. সংগীত বিভাগ (কিশোর)
০৫. সংগীত বিভাগ (সিনিয়র)
০৬. থিয়েটার বিভাগ
০৭. আবৃত্তি ও উপস্থাপনা বিভাগ
০৮. চিত্রাংকন
যোগাযোগ
Facebook link
https://www.facebook.com/khanjahanshilpigosthibagerhat
youtube link
https://youtube.com/channel/UCqQcgBRyPyLPhRvOuYsORDQ