যার শুন্যতা এনে দেয়

দীপ্ত ভোর-ব্যতিক্রম

যার শুন্যতা এনে দেয় বিষন্নতা
সে আমার মা
যার ছোয়া পেলে আমি ভুলে যাই দুঃখ
ভুলে যাই সব বেদনা।


মাকে ছেড়ে বহুদূর আমি আজ ব্যাথাতুর
অন্তর খুজে ফেরে মাকে
জমা হলো শত দুঃখ ভারি আজ এই বুক
চোখ মুদে আমি ভাবি মাকে
অশান্ত এই মন ছিড়ে কপট আবরণ
টেনে আনে মায়ের কল্পনা।


রোগ যাতনায় যখন আমি ছিলাম দিশেহারা
রাত্রি জেগে শিয়রে দাড়ানো মায়ের স্নেহের পরশ পেয়ে
ডুকরে কেদেছি ভেবেছি বৃথা এ জীবন মা ছাড়া


না বলা শত কথা অব্যক্ত শত ব্যাথা
তোলপাড়া তোলে আজ হৃদয়ে
মায়ের স্নেহের ছোয়া এই তো বড় পাওয়া
ভাবি আমি বহুদূরে দাড়িয়ে
একজন যার লাগি দূরে বসে আমি কাদি
নয় সে আর কেউ সে আমার মা।


কথা ও সুর: এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন