আমরা রাঙাবো নতুন

দীপ্ত ভোর-ব্যতিক্রম

আমরা রাঙাবো নতুন দিগন্ত
রাঙাবই দীপ্ত ভোর
খুলে দেব আরুদ্ধ দরজা
খুলে দেব নব দোর

সংগ্রামী চোখের স্বপ্ন ফুলকি
ভয়কে দিয়েছে তাড়িয়ে
বাধার প্রাচীর বাধার পাহাড়
বাধার সিন্ধু যাব মাড়িয়ে।

 

খুনের দরিয়া মোরা দেখে দেখে
আজ আর পাইনা ভয়
সংগ্রাম করে মোরা শাহাদাত চাই
রক্ত এনে দেবে জয়
আমার ভায়ের রক্ত কণা থেকে
লাখো সৈনিক যাবে ছড়িয়ে।

 

সামনে এগিয়ে যাব সবাই মিলে
দীপ্ত পায়ে করে ভর
প্রান দিয়ে মুজাহিদ হাসতে পারে
শপথ মানে না কোন ডর
সামনে চলো রক্ত সিড়ি বেয়ে
শহীদি মিছিল যাবে এগিয়ে।


কথা ও সুর: মাহিউদ্দীন ফাহাদ