দেশ কে ভালোবেসে

দীপ্ত ভোর-ব্যতিক্রম

দেশ কে ভালোবেসে জীবন দিলো যারা
তাদের স্বরণ করি বারবার
দূর্লঘ্ন পথ পাড়ি দিয়েছে যারা
চূর্ণ করে শত অনাচার
স্বাধীন দেশের স্বাধীন পতাকা
তবু কেন সারা দেশে অধীনতা।

 

বিডিআর বিদ্রোহ দেখে আজ
সারা বিশ্বের মানুষ হতাশ
কি অপরাধে দেশের সিমান্তে
ঝুলে থাকে ফিলানির লাশ
বুটের তলায় দেখ কাদছে মানুষ
গনতন্ত্রের একি সুখের কথা।

 

এখানে মানুষ মারে পিটিয়ে
মানবতা ধূলায় মিশিয়ে যাক
আজো দর্শক দেখে চেয়ে চেয়ে
প্রতিবাদী নয় শুধু নির্বাক
মানুষ কি দিন দিন অনুভূতিহীন
গড়েছে বুকের মাঝে কঠোরতা।

 

কথা ও সুর: নিয়াজ মাখদুম