তুমি চলে গেছ বলে

দীপ্ত ভোর-ব্যতিক্রম

তুমি চলে গেছ বলে মন আকাশে
মেঘের ঘনঘটা আজ
শত বিরহ মাঝে শপথ নিয়েছি নতুন
এগিয়ে নেব তোমার রেখে যাওয়া কাজ।

 

মল্লিক সে তো গানের পাখির নাম
মোদের ছেড়ে গেছে চলে
যায়নি যায়নি চলে প্রতিটি গানের সুরে
তার স্মৃতি বার বার দোলে
তোমার ঐ চোখে জানি আকা ছিল
আকা ছিল কোরানের রাজ।

 

কতদিন দেখিনা মায়াবি হাসি তোমার
শুনিনা গান ঐ গলে
ভোরের পাখিরা ও কাতর তোমার শোকে
সুমধুর গান গেছে ভুলে
তোমার দেখান পথে থাকব অটল
গড়ব কোরআনি সমাজ।

 

কথা ও সুর: মাহিউদ্দিন ফাহাদ