এই দুনিয়ার বন্ধু

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

এই দুনিয়ার বন্ধু স্বজন যত আছ শোন
ইরাকেতে আমরা যারা শিশু
কেমন আছি তাকি তোমরা জানো ।

 

এখন মোদের পথে না হয় জেল খানাতে ঘর
আব্বু-আম্মু আছে কি নেই পাইনা সে খবর
খেতে পাইনা পড়তে পাইনা পাইনা আদর কোন ।


মার্কিনেরা চায়না মোরা যত শিশু আছি
ইরাকেতে হেসে খেলে একটা দিনও বাঁচি
ইসরাইলরা চায়না মোরা যত শিশু আছি
ফিলিস্তিনিতে হেসে খেলে একটা দিনও বাঁচি ।


বোমার ঘায়ে হাত পা মোদের দেয় যে উড়িয়ে
 গ্রেনেট মেরে বক্ষ মোদের দেয় যে গুড়িয়ে
আমরা শিশু তবু তাতে পাইনা ক্ষমা কোন ।


কথা ও সুর : নাঈম আল ইসলাম