জনম জনম ধরে

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

জনম জনম ধরে খুঁজব তোমায়
ভালই বলুক না হয় মন্দ বলুক লোকে
কি আসে যায় বল ।

 

চাইনা ভোগের স্বাদ এই দুনিয়ায়
 যেখানে মানব প্রেম মমতা হারায়
দিন শেষে রাত আসে ভোর হয়ে যায় ।

 

আশার আলোয় থাকি চেয়ে সারাক্ষন
হৃদয় ব্যথায় ভরা বোঝেনা এ মন
সুন্দর ব্যাকুলতা ছুঁয়ে ছুঁয়ে যায় ।

 

ফোটে ফুল দোল দিয়ে গন্ধ ছঁড়ায়
অবশেষে পড়ে থাকে স্মৃতির খাতায়
 কে দিল আঁকিয়ে বল কার মহিমায় ।

 

কথা ও সুর : মালিক আবদুল লতিফ