চোখ জুড়িয়ে যায়রে

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ


চোখ জুড়িয়ে যায়রে আমার
চেয়ে ধানের ক্ষেতে
মন জুড়িয়ে যায়রে আমার
মধুর গানে মেতে ।

 

বিকেল বেলা পবন এলে
পল্লী দুলাল যায়রে মাঠে 
জল আনিতে যায় রে বধু 
মাটির কলস কাখে।

 

নীল আকাশে ঝাঁক বাধিয়া
গাং চিলে যায় গান গাহিয়া 
রাখালিয়া বাঁশিরও সুর 
যায়রে আমায় ডেকে ।

 

সন্ধ্যা এলে মুক্ত কুজন
আঁধারেরই হয় আগমন 
ক্লান্ত দেহে যায়রে মানুষ
গভীর ঘুমে মেতে ।

 

কথা: হাফিজুর রহমান
সুর: আঃ রাজ্জাক মোড়ল