খানজাহানের পূণ্যভূমি

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ


খানজাহানের পূণ্যভূমি খলিফাতাবাদ
খানজাহানের পূণ্যভূমি সোনার বাগেরহাট
সাত আকাশের সূর্য আমার 
সাত আকাশের চাঁদ ।

 

পান সুপারি নারকেল আম জাম
বাগানেতে ভরা
হরেক রকম গাছ গাছালীর
ছায়াতে যে ঘেরা 
আমি পাইনি কোথাও এমন মাটি
এমন মায়ের ফাঁদ।

 

এইখানে সেই ষাট গম্বুজ
কত কীর্তি আর
মনভোলানো হাজার দিঘী
মসজিদ ও মাজার
আমি যতই দেখি মন ভরে না
মেটে না তো স্বাদ।

 

মাঠের পরে মাঠ পেরিয়ে
নদীর পরে নদী
সুন্দরবনের শিয়র দিয়ে
বইছে নিরবধী
আমি যতই ভাবি সেই সব কথা
ততই বাড়ে স্বাদ।

 

আল্লাহর ওলী লাখো লাখো
লাখো মুজাহিদ
জীবন দিয়ে গড়লো হেথায়
মানবতার ভীত
আমি যতই খুজি সেই ইতিহাস
অশ্রু ভাঙে বাঁধ।

 

সেই সোঁনালী দিনগুলি ভাই
আসবে তাড়াতাড়ি
আল-কোরআনের সমাজ যদি
আবার গড়তে পারি
খানজাহানের মত করি 
খেলাফাতাবাদ। 

 

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক