আমার দেশের ঠিকানা

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

আমার দেশের ঠিকানা বন্ধু পাবে
ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে
আরো পাবে ভালোবাসা ছড়িয়ে 
পাপড়ি মেলেছে ঐ শাপলা শালুক যেখানে ।


দেখবে রূপ তার শ্যামলী খোপায়
সাজিয়ে প্রাণের মেলা বটের ছায়ায়
নকশী কাঁথার বুকে বর্ণালী 
ছবি আঁকা যেখানে ।


শুনবে রুমঝুম ঝর্ণাধারায়
পাহাড়ী রূপসী কত গান গেয়ে যায়
পলাশ কৃষ্ণচূড়া জড়িয়ে 
হৃদয় থাকে যেখানে ।


কথা ও সুর: চৌধুরী আবদুল হালিম