পূর্ব পশ্চিম উত্তর

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

পূর্ব পশ্চিম উত্তর দক্ষিন
যেদিকে তাকাই শুধু তোমাকে পাই
ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ।


 নদীর তীরে যখনি যাই ছুটে
তখনই মনটা আমার উড়ে যায় ঐ সুদূরে
হে হে হে আ হা হা ও  হো হো লা লা লা
বলনা কে সাজালো রুপময়ি করে 
আমার এই প্রিয় সোনার দেশ ।


দিঘির জলে কত যে শাপলা ফোটে
কাশফুলেরা ডাকে হাতছানি দিয়ে
হে হে হে আ হা হা ও  হো হো লা লা লা
বলনা কে সাজালো এত মহিমা দিয়ে
আমার এই প্রিয় প্রাণের দেশ
ও আমার বাংলাদেশ ।


কথা ও সুর : জহিরুল ইসলাম