গানের স্বরলিপি

মাগো আমার অনেক কিছু

সাইমুম শিল্পীগোষ্ঠী

মাগো আমার অনেক কিছু

জানা হলো না

নীল পরী আর ডাইনি বুড়ি

ভালো লাগে না।।

 

সত্যি করে বলবে কি মা 

রাতের আকাশে 

লক্ষ তারা রুপালি চাঁদ 

কত থেকে আসে ?

সাত সকালে যায় লুকিয়ে

কোথায় জানিনা।।

 

নিত্য ভোরে সূর্যটারে 

কোন সে বিজ্ঞানী 

পাতালপুরে রাজ্য থেকে

আনে গো টানি

তা না হলে লুকিয়ে যেতাম 

খুঁজে পেতে না।।

 

কথা ও সুর:  তাফাজ্জল হোসাইন খাঁন

শিল্পী: মুসাইবা ইসলাম নুসরাত

মহান রবের বন্দনা

সাইমুম শিল্পীগোষ্ঠী

 

একটি পাখি

বসলো ডালে

ঘরের চালে

নাম শুনেছি চন্দনা,

দেখতে ভালো

নয় তো কালো 

গানের গলা মন্দ না,

গানে গানে

করতে জানে

মহান রবের বন্দনা। 

 

# পাতার ফাঁকে মিষ্টি ডাকে

    কী মধু ছড়ায়

    সাগর-নদী পাড়ি দেবে

    প্রভুর মহিমায়#

 

একটি পাখি

সুরে বলে

উড়ে চলে

রাস্তা কভু বন্ধ না,

ডাকলে সে নাম

আছে এনাম

খোশবু ছড়ায়, গন্ধ না,

গানে গানে

করতে জানে

মহান রবের বন্দনা। 

 

কথা- আমিনুল ইসলাম 

সুর- রবিউল ইসলাম ফয়সল 

--------------------------

তাহাজ্জুদ

সাইমুম শিল্পীগোষ্ঠী

জায়নামাজে দাঁড়িয়ে রাতে

দু'চোখ যখন ঝর্ণা হয়ে যায়

মন হয়ে যায় অবনত তার কাছে 

বুক ভেসে যায় অশ্রুর বন্যায়

 

কন্ঠে ঝরে কুরআনের তিলাওয়াত 

গভীর রাতের আঁধার পর্দা কেটে 

রুকু সিজদায় বিনয়াবনত মন 

বিগলিত হয়ে ঝরে পড়ে ফেটে ফেটে

প্রশান্ত পুলকিত দেহ মন 

তৃপ্ত হয় অমলিন শ্রদ্ধায় 

 

ভেজা ভেজা মনে তাঁর কাছে মুনাজাত 

হৃদয়ের সব রুদ্ধ দুয়ার খুলে 

মানা  নামানা জানা ও অজানা ভুল 

ক্ষমা চেয়ে নেয়া ভেজা চোখে হাত তুলে 

রাতের গভীরে ক্ষমা করো প্রভু বেশি 

নিশীথে দাঁড়াই দয়ারই ভরসায়

 

কথা ও সুরঃ আবুল আলা মাসুম

আমি এ পাড়ে একাকী

সেরাদের সেরা-১০১৯

আমি এপারে একাকী বসে বসে ভাবি
কি হবে না হবে ওপারে,
মরণেরে নাহি ভয়,
শুধু ভয় খোদা তোমার ক্ষমার মাঝে,
তুমি তুলে নেবে কি নেবে না আমারে....(২)


তোমার আদেশ নিষেধ না মেনে
ভুলের পাহাড় গড়েছি,
গাফেল দু'চোখ গোমরাহী দিয়ে ভরেছি,
কত পাপ কত অপরাধ নিয়ে 
নিজেকে জড়ায়ে রেখেছি আঁধারে আঁধারে....ঐ


এ জীবনে শুধু মনের খেয়ালে,
ভুলের ফসল তুলেছি,
তোমার ভয় কে ভুলে গিয়ে পথ চলেছি,
এত যে রিক্ত নিঃস্বতা নিয়ে,
কোথা হবে ঠাঁই,
সে কথা শুধাবো কাহারে....ঐ

হেরা হতে হেলে দুলে

সমন্বিত সাংস্কৃতিক সংসদ। সসাস

হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়,
সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় —
সে যে আমার কামলিওয়ালা — কামলিওয়ালা।।
তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে
পর্বত জঙ্গম টলমল টলে,
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝ’রে ঝ’রে যায় —
সে যে আমার কামলিওয়ালা — কামলিওয়ালা।।
আসমানে মেঘ চলে ছায়া দিতে,
পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে,
বিজলি চায় মালা হতে,
পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় —
সে যে আমার কামলিওয়ালা — কামলিওয়ালা।।

জান্নাতের মালিক

সমন্বিত সাংস্কৃতিক সংসদ। সসাস

জান্নাত জাহান্নামে এতটা পেরেশানি নেই
যতটা পেরেশান হয়ে আছে প্রাণ
তোমায় দেখার আশাতেই
আসমানের মালিক, জান্নাতের মালিক
আমি শুধু তোমায় দেখতে চাই...

 

জান্নাত কতটা কতটা জাহান্নাম
লাভ কি বল তা গুনে
যদি না তোমায় পায় বান্দা তোমারে প্রভু
সে হৃদয় পুড়বেই আগুনে
আমি শুধু তোমায় পেতে চাই
এ ছাড়া আর কোন লোভ নাই, মালিক
এ ছাড়া আর কোন চাওয়া নাই...

 

জান্নাত কতটা মোহময় মোহনিয়া
কি লাভ বল তা জেনে
ঝর্ণা, শরাব, শুধা তুচ্ছ হুর যদি
হৃদয় তোমারে না চেনে
আমি শুধু তোমায় চিনতে চাই
এ ছাড়া আর কোন চাওয়া নাই, মালিক
এ ছাড়া বড় কোন পাওয়া নাই...