মিথ্যাবাদী - নীল প্রজাপতি

কথা: মতিউর রহমান মল্লিক, সুর: মশিউর রহমান

 

কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মশিউর রহমান

 

মিথ্যাবাদীর বন্ধু হয়ো না

হয়ো না সঙ্গী তার

তাহলে হায়রে তোমার জীবন

হয়ে যাবে ছারখার ------

 

সদাই মিথ্যা বলতে পারে যে

সব অন্যায় করতে পারে সে

ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লেশটুকু লজ্জার

 

বাঘে খেয়ে গেলে বাঘে খেয়ে গেলো বলতো সে এক রাখাল

চিৎকার শুনে আসতো চাষিরা মিথ্যায় হতো নাকাল

 

তারপর বাঘ আসলো যেদিন

কেউতো এগিয়ে এলো না সেদিন

বাঘ খেল তারে শাস্তি পেল সে বানিয়ে মিথ্যা বলার

 

 সকল পাপের উৎস মিথ্যা

সব খারাপের মূল

মিথ্যবাদীরা নিশ্চিতভাবে

হারায় যে দুই কূল -----

 

একটি মিথ্যা বললে তখন

হাজার বলার হয় প্রয়োজন

এইভাবে শেষে শুরু হয়ে যায় মিথ্যার কারবার